আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় নানান আয়োজনে অমর একুশে মাতৃভাষা দিবস পালন

মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলায় শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে দিবাগত রাত ১২টা ১ মিনিটে সাতকানিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি।

 

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার অফিসার ইনচার্জ প্রিন্টন সরকার, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষাসহ নানা সামাজিক সংগঠন।

এদিকে বুধবার বেলা ১১টায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি এমএ মোতালেব। অন্যান্য অতিথি সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া পৌরসভার মেয়র জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীসহ সরকারি বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এইদিকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা জামে মসজিদে ভাষা শাহিদদের আগফেরাত কামনা করে দোয় করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ