
মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারী বিকালবেলা চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দুবাইয়ে মৃত্যু হওয়া আতিকুল ইসলাম আকাশের বাবার হাতে দুবাই আসমান নাইমিয়া গাউছিয়া কমিটি সদস্য ও গাউছিয়া কমিটি কালিয়াইশ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিতিতে নগদ ৮৮ হাজার টাকা আতিকুল ইসলাম আকাশের বাবার হাতে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আমীর হোসেন, মাওলানা রমিজ উদ্দীন নুরী, মাওলানা হারুন সাহেব, বিশিষ্ট সমাজ সেবক লিয়াকত আলী, যাদের সহযোগিতা ও শ্রমে এই অর্থ দেশে আসেন আবু ছৈয়দ দুবাই প্রবাসী, আনিসুল হক দুবাই প্রবাসী, টিটু দুবাই প্রবাসী, মোঃ হাসান দুবাই প্রবাসী, শহিদুল ইসলাম দুবাই প্রবাসী, এ কে হোসেন দুবাই প্রবাসী, ছিদ্দিক আহমদ দুবাই প্রবাসী, আতিকুল ইসলাম।
আকাশের বাবা দারুল ইসলাম অর্থ সহযোগিতা করার জন্য দুবাই আসমান নাইমিয়া গাউছিয়া কমিটি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৮৮ হাজার টাকা আমার জন্য ৮৮ লাখ টাকা মতো আমি সারাজীবন প্রবাসীদের জন্য দোয়া করবো।চন্দনাইশ সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন যাদের সহযোগিতা আকাশে লাশ দেশে আসেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গাউছিয়া কমিটি পক্ষে মাওলানা রমিজ উদ্দীন নুরী গাউছিয়া কমিটি দুবাই আসমান নাইমিয়া শাখা মানব কল্যাণে কাজ করতে পারে মতো দোয়া চান এবং আকাশে পরিবারকে সহযোগিতা করায় সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।