আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় ভিসা আবেদনকারীদের সতর্ক করল জার্মান দূতাবাস

দেশচিন্তা ডেস্ক: ঢাকায় জার্মানির ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাস হিসেবে পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। আবেদনকারীরা যেন কোনো ধরনের তথ্য পাঠানোর আগে সর্বদা প্রেরকের ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করেন।

প্রতিষ্ঠানটি জানায়, যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি আসলেই দূতাবাস বা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের বৈধ ঠিকানা কি না, তাহলে দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে শুধু স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো হয়, যেখানে জানানো হয় যে পোর্টালে নতুন কোনো বার্তা এসেছে। তবে ই-মেইলের মাধ্যমে ভিসা আবেদনের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয় না, স্পষ্ট করেছে জার্মান দূতাবাস।

এর আগে ঢাকার জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করছে, যারা আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করে। ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক তথ্যের জন্য দূতাবাস তাদের নিজস্ব ওয়েবসাইট অথবা তাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস’এর ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে সংস্থাটি।

দূতাবাস স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনো ভিসা সহায়তা এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়। প্রক্রিয়াটিতে সহায়তা করার জন্য এজেন্ট নিয়োগ করা আইনত বৈধ হলেও, এটি কোনোভাবেই অপরিহার্য নয়। দূতাবাস উচ্চ ফির বিনিময়ে কাজের অনুমতি বা অন্যান্য ভিসা সম্পর্কিত নথিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এজেন্টদের ওপর বিশ্বাস না করার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ