ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রমের পটিয়ায় বই প্রেমীদের জন্য সুখবর। প্রতিবারের ন্যায় এবারও বইপ্রেমীদের জন্য অমর একুশে বইমেলা চট্টগ্রামে পটিয়ায় ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বইপ্রেমীদের উন্মুক্ত থাকবে।
বিভিন্ন লেখকের প্রকাশিত বইসহ এবার বইমেলায় ২৫ টি স্টল বরাদ্দ। একুশে বইমেলা পরিষদ উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া ক্লাব মাঠ চত্বরে চলবে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ মেলায় জাতীয় সংগীত ও জাতীয়
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী একুশে বইমেলা উদ্বোধন শুরু হয়।
এ সময় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী,প্রধান আলোচক কবি ও সাংবাদিক রাশেদ রউফ,বিশেষ অতিথি সাবেক মহিলা সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুঁয়া জনী, দক্ষিণ জেলা আ”লীগ সহ-সভাপতি মোহাম্মদ নাছির। একুশে বইমেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ ও সদস্য সচিব মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, কো-চেয়ারম্যান অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, অধ্যাপক ভগীরথ দাশ, জাহেদুল পাশা আকাশ,অনুপম বড়ুয়া,পুলক দে সহ বইপ্রেমী সুধীজন মেলায় উপস্থিত থাকবেন।
এছাড়া ৩ দিন ব্যাপী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথি পাঠ, কবি গানের আসর সহ আলোচনা সভার আয়োজন করা হবে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড.হরিশংকর জলদাস,লেখক ও গবেষক সামশুল হক, মিলন কান্তি দে সমাপনী দিবসে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, কবি ও সাংবাদিক বিশ্বজিত চৌধুরী। মেলায় ২৫টি স্টলে সেরা প্রকাশনী সংস্থার
বই স্থান পাবে।