আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

পটিয়ায় একুশে বইমেলা উদ্বোধন

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রমের পটিয়ায় বই প্রেমীদের জন্য সুখবর। প্রতিবারের ন্যায় এবারও বইপ্রেমীদের জন্য অমর একুশে বইমেলা চট্টগ্রামে পটিয়ায় ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বইপ্রেমীদের উন্মুক্ত থাকবে।

 

বিভিন্ন লেখকের প্রকাশিত বইসহ এবার বইমেলায় ২৫ টি স্টল বরাদ্দ। একুশে বইমেলা পরিষদ উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া ক্লাব মাঠ চত্বরে চলবে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ মেলায় জাতীয় সংগীত ও জাতীয়
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী একুশে বইমেলা উদ্বোধন শুরু হয়।

এ সময় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী,প্রধান আলোচক কবি ও সাংবাদিক রাশেদ রউফ,বিশেষ অতিথি সাবেক মহিলা সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুঁয়া জনী, দক্ষিণ জেলা আ”লীগ সহ-সভাপতি মোহাম্মদ নাছির। একুশে বইমেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ ও সদস্য সচিব মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, কো-চেয়ারম্যান অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, অধ্যাপক ভগীরথ দাশ, জাহেদুল পাশা আকাশ,অনুপম বড়ুয়া,পুলক দে সহ বইপ্রেমী সুধীজন মেলায় উপস্থিত থাকবেন।

এছাড়া ৩ দিন ব্যাপী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথি পাঠ, কবি গানের আসর সহ আলোচনা সভার আয়োজন করা হবে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড.হরিশংকর জলদাস,লেখক ও গবেষক সামশুল হক, মিলন কান্তি দে সমাপনী দিবসে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, কবি ও সাংবাদিক বিশ্বজিত চৌধুরী। মেলায় ২৫টি স্টলে সেরা প্রকাশনী সংস্থার
বই স্থান পাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ