আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের সনদ বিতরণ

দেশচিন্তা ডেস্ক: ফটিকছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২ মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় পরিচালিত এই ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ফটিকছড়ি উপজেলায় সম্পন্ন হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে আলোচনা সভা, সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তানবির আহমেদ সিদ্দিকী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিস সহকারী নাজমুল হোসেন। বক্তব্য দেন প্রকল্পের প্রশিক্ষক দিনবন্ধু রায়, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক খায়রুল আনাম চৌধুরী সজিব এবং যুব মহিলা তৃষ্ণা কর্মকার।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. মোজাম্মেল হক চৌধুরী প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবক ও ২০ জন যুব মহিলার মাঝে সনদপত্র তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ