
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। জনগণকে সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা তাদের পাশে ছিলাম। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা বিএনপির নেতৃত্বে এদেশে আবারোও গনতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও কল্যাণকর অর্জনে বিএনপির ভূমিকা অসামান্য। এদেশে গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনে জনগণের মেন্ডেট নিয়ে বিএনপিই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। ক্ষমতায় এলে জনগণের কাঙ্খিত বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করবে। জনমতকে গুরুত্ব দিয়ে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। সকলের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
শনিবার (১ অক্টোবর) বিকালে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়াইজের পাড়া এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এলাকার রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গের কবর জেয়ারত করেন এবং অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নেন। এলাকাবাসী ও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে ধানের শীষের পক্ষে গনজোয়ারের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, জনমত উপেক্ষা করে আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তাদের রাজনীতিই ছিল প্রতারণায় পরিপূর্ণ। জনগণকে উন্নয়নের সবক দিয়ে তারা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। জনগণের কল্যাণে তারা কিছুই করেনি বরঞ্চ জনগণের সকল গণতান্ত্রিক অধিকার তারা হরণ করেছিল। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা সহ সকল প্রশাসনিক কাঠামোকে ধ্বংসের মাধ্যমে তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করেছে। আমাদের রাজনীতি যে ঐতিহ্য, রাজনীতির যে সৌন্দর্য্য, সেটাও ধ্বংস করেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনকে বানচাল করতে তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এই সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, এম. এ হামিদ, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম নিরব, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ওয়া য্গ্মু আহবায়ক আবদুল কাদের, মোহাম্মদ হারুন, আবুল কালাম আবু, মোহাম্মদ নাছের, ফরিদ, ইউনুস, মো. দিদার, মো. আমীর, এরশাদ, আরমান, আনিছ, মো. জাকির হোসেন, মো. হাবিব, মো. ইসমাম প্রমুখ।











