
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. রায়হান (২০) ও মো. রাকিব (১৯)। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, একটি সুইচ গিয়ার ছুরি এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম দামপাড়া ওয়াসার কর্মচারী মো. আমিন হোসেন (৫৫) তার বন্ধুর সঙ্গে দেখা করতে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় যান। সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে অপেক্ষায় থাকা চারজন ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে ভয়ভীতি দেখায় এবং নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে ১১ হাজার ৪৫০ টাকা সেন্ড মানি করে নেয়।
ঘটনার পরপরই ভুক্তভোগী বিষয়টি থানায় জানালে ওসি মো. নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে মঙ্গলবার রাতে উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পলাতক আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’











