
দেশচিন্তা ডেস্ক: রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে সম্পূর্ণা সাহা মিমি (৯) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহাজন বাড়ি এলাকার পুকুরে এই ঘটনা ঘটে৷
নিহত শিশুর নাম সম্পূর্ণা সাহা মিমি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সুশীল ডাক্তার বাড়ির লিটন সাহার মেয়ে। সে রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হুসাইন জানান, এক শিশুকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গোসল করতে নেমে পুকুরে ডুবে যায় শিশুটি।
এর আগে গত ২৪ অক্টোবর উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণ পাড়া গ্রামে তিন শিশুর মৃত্যু হয় পুকুরে ডুবে।













