আজ : বুধবার ║ ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গঠন অপরিহার্য’

দেশচিন্তা ডেস্ক: ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আজ এক অনুপ্রেরণামূলক নবীনবরণ অনুষ্ঠান নগরীর মুরাদপুর সংলগ্ন ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহসান হাবিব এবং প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। মূখ্য আলোচক ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার। অনুষ্ঠানে ড. শেখ আফতাব উদ্দিন বলেন, বর্তমান শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নই শিক্ষার্থীদের কর্মজীবনের মূল চাবিকাঠি। শুধু সার্টিফিকেট অর্জন নয়, হাতে-কলমে প্রশিক্ষণ, সৃজনশীল চিন্তা ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হওয়াই হবে নবীনদের প্রধান লক্ষ্য। পলিটেকনিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো বাস্তব জীবনের সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করা। অধ্যক্ষ আহসান হাবিব নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এনআইটি সবসময় মানসম্মত প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ তরুণ প্রজন্ম গঠনে অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী উৎসবমুখর এ আয়োজনে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় আনন্দ ও অনুপ্রেরণার পরিবেশ। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ