আজ : বুধবার ║ ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পদ্মার বিলুপ্তপ্রায় ঢাই ২৯ হাজার টাকায় বিক্রি

দেশচিন্তা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ৭ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাই মাছ ২৮ হাজার ৮৬০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মাছটি ফরিদপুরের সীমান্তবর্তী ক‌বিরপুর চর এলাকার পদ্মা নদী থেকে জেলে মিলন হালদারের জালে ধরা পড়ে।

জানা গেছে, জেলে মিলন হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর ফরিদপুরের সীমান্তবর্তী ক‌বিরপুর চর এলাকায় জাল ফেললে ওই জালে ৭ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ ধরা পড়ে। এরপর জেলে মাছ‌টি দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৩ হাজার টাকা ৫০০ টাকা কে‌জি দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। এ সময় মাছ‌টি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, জেলে মিলন হালদার ৭ কেজি ৮০০ গ্রাম ওজনের ঢাই মাছটি পেয়ে বিক্রির জন্য আমার কাছে নিয়ে আসেন। পরে আমি সাড়ে ৩ হাজার টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় কিনি। ঢাই মাছ‌টি কিনে মোবাইলে যো‌গাযোগ করে কেজিতে ২০০ টাকা লাভে ২৮ হাজার ৮৬০ টাকায় মাগুরার এক ব্যবসায়ীর কাছে বি‌ক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ঢাই বিলুপ্তপ্রায় একটি মাছ। এই মাছ সচরাচর নদীতে খুব কম পাওয়া যায় এবং খুব সুস্বাদু একটি মাছ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ