সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর যোগদান করেছেন। রবিবার (৯ জুন) সকালে তিনি এ উপজেলায় যোগদান করেন। এর পূর্বে তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ইতিপূর্বে মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহমেদ এর অবসর জনিত কারনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদটি শূন্য ছিলো। মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পরে ১৯৯৩ সালের ডিসেম্বরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।
প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত ২৮ মে জারিকৃত এক প্রজ্ঞাপনে দেওয়ান মোঃ জাহাঙ্গীরকে মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়।