ফরিদ উদ্দিন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
০৯ জুন দুপুরে অভিযানে মূল্যতালিকা না থাকা ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় দায়ে কবির হোটেল ও জিলানী ফুডস মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। এসময় মাদারবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে চিটাগাং বেকারি ও দয়াল বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। মোট জরিমানা ১৪,০০০/- টাকা
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।