
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ২৭ জুন বৃহস্পতিবার সকাল ৬টায় এস আলম স্কুল অ্যান্ড কলেজ ভবনের পূর্বে রেললাইনে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস রেলের সাথে ধাক্কা লেগে এক বয়স্ক মহিলা মারা যায়। রেললাইনের পূর্ব পাশে তার মেয়ের বাসায় বেড়াতে এসেছেন।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন মহিলা সহ রেললাইনের পাশাপাশি তিনি হাটতে ছিলেন। এই সময়ে কক্সবাজার গামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন হুইসেল দিয়ে নিকটে এসে পড়লে অন্য মেয়েরা রেললাইন থেকে সরে দাড়ালেও তিনি সরেননি।এতে ট্রেনের ধাক্কা খেয়ে রেললাইনের বাহিরে ছিটকে পড়েন।
কোমড়ে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। তার নাম লায়লা বেগম(৭৫) স্বামী মৃত জরি আহমদ চৌধুরী, গ্রাম-পূ্ব জোয়ারা, চৌধুরী পাড়া, পৌরসভার ২নং ওয়াড, চন্দনাইশ উপজেলার বাসিন্দা। বয়স বিবেচনা করে পুলিশ ময়না তদন্ত না করে অপমৃত্যু মামলা রেকর্ড করে তার মৃত্যু দেহ অভিভাবকদের নিকট ফেরত দেন।