
সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়াস্থ বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশে’র (বিজিবি) ৫৫৬ জন নবীন সৈনিক আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে সৈনিক জীবনের সূচনা করেছেন। এর মধ্যে রয়েছেন ৫২০ জন পুরুষ এবং ৩৬ জন নারী।
২৭ জুন বৃহস্পতিবার বিজিবি ১০১ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জ্জামান সিদ্দিকী,
এর আগে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে সকাল ৯ টায় শুরু কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জ্জামান সিদ্দিকী তাঁর বক্তব্যে বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে।
তিনি বলেন, বিজিবিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। এ বাহিনী এখন জল, স্থল ও আকাশপথে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম।
নবীন সৈনিকদের উদ্দেশে বিজিবি মহাপরিচাক আরো বলেন, প্রত্যেকের মনে রাখতে হবে, শৃঙ্খলাই একজন সৈনিকের মূল ভিত্তি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। সততা ও নিষ্ঠা, আনুগত্য ও নির্ভরযোগ্যতা, বুদ্ধিমত্তা ও কর্মতৎপরতা একটি বাহিনীর পেশাগত দায়িত্ব পালন করতে হবে।