আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদগাঁওতে ৮ বছর পর ইউপি নির্বাচন : ৩৮৪ জনের মনোনয়ন দাখিল

সুয়াইফুল হক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ শেষ হয়েছে । শেষ দিনের তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার (২৮ মার্চ ) ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

 

দীর্ঘ বছর পর ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল । এ নির্বাচন কে সামনে রেখে নির্বাচন কমিশনের তপশিলি সূচি অনুযায়ী গতকাল ২৮ মার্চ নির্বাচনী মনোনয়ন জমা দানের শেষ দিন ছিলো। এরই মধ্যে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে পাঁচ ইউপি থেকে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৪৫ টি ওয়ার্ড থেকে ২৬৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭২ জন প্রার্থী শেষ দিন বুধবার তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

এ দিখে দীর্ঘবছর পর হলেও ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ায় ভোটার- প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা যায়। এমনকি প্রতিটি প্রার্থী সাধারণ ভোটার দের সাথে নিয়ে উপজেলার স্ব স্ব নির্বাচনি এলাকায় ব্যাপক আকারে আগাম গণসংযোগ শুরু করে দিয়েছেন ।

উপজেলা রিটার্নিং কর্মকর্তারা জানান, ইতিমধ্যে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলেও বিভিন্ন সমস্যার কারণে বন্ধ ছিলো ১০ জেলার ২২ ইউপি নির্বাচন। এই সমস্যা গুলি সমাধানের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ২৮ এপ্রিল বন্ধ থাকা ২২ ইউপির ভোট গ্রহণের প্রজ্ঞাপন জারি করেন। এরই প্রেক্ষিতে ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের লক্ষে শেষ দিন বুধবার প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেয়া হয়।

এ সময় ঈদগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ১০ জন।

জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৭ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন।

পোকখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৯ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫৬ জন।

ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৯ জন, সাধারণ সদস্য পদে ৫৮ জন।

ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১১ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী তাদের নমিনেশন ফরম জমা দিয়েছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

এ দিখে ১ এপ্রিল বাছাই এবং ৮ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য্য করা হয়েছে মর্মে তিনি সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে তারা সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন বলেও জানান এ কর্মকর্তা ।

উপজেলার পাঁচ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৩৮৭ জন এবং নারী ভোটার ৪০ হাজার ২২৮ জন। ইউনিয়নগুলোর মোট ৩৭ টি কেন্দ্রে ২৮ এপ্রিল এক সঙ্গে ব্যালেটে ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে ২ জন রির্টানিং কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ