
সরওয়ার কামাল, মহেশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : মহেশখালী উপজেলার কুতুবজোম তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসায় বার্ষিক ত্রুীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী সকাল ১০টায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াস নুরী ও শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী পেশাজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আজম, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, ৩নং ওয়ার্ডের মেম্বার শামসুল ইসলাম বাদশা, তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কুতুবজোম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়জুল হক, মাওলানা আয়ুবুর রহমান, পরিচালনা কমিটির দাতা সদস্য মাওলানা আব্দুল গফুর, অভিভাবক সদস্য মোঃ হাশেম, আবু তালেবসহ মাদ্রাসার সকল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কুতুবজোম দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা সরওয়ার কামাল।