
থানচি প্রতিনিধি : আমি যেগাদান করে যা দেখলাম এখানের আইনশৃঙ্খলা অনেক ভালো ,যতদিন আছি বা থাকবো তথ্যদিন আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সাথে মিলেমিশে কাজ করে যাবো।
নবাগত থানচি থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়ের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।
৩ই আগষ্ট বিকেল সাড়ে পাচটার দিকে অফিসার ইনচার্জ নিজ অফিস কক্ষে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াংচিং মারমা(অনুপম) ,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম(শহীদ) অর্থ সম্পাদক হিমং প্রু মারমা, সদস্য চিংথোয়াই অং মারমা ও মতি ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন থানচি থানার এস আই ত্রিদিব বড়ুয়া, এস আই মোঃ সাইফুদ্দিন শাওন,কনেষ্টেবল মোঃ বেলাল প্রমুখ।
পড়েছেনঃ ৩৯৪