
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তীর মৃত্যুতে চট্টগ্রাম জাতীয় পার্টি নেতৃবৃন্দ আজ আজ ২৭ জুলাই সংবাদপত্রে প্রদত্ত একযুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তপন চক্রবর্ত্তী ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অক্সিজেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত দল ও নেতা এরশাদের আদর্শে অবিচল। ৯০ পরবর্তী এরশাদ মুক্তি আন্দোলন ও তৎকালীন স্বৈরাচারিনী খালেদা বিরোধী আন্দোলনে রাজপথের অন্যতম পুরোধা। তাঁর মৃত্যুতে দল একজন প্রকৃত মানবতাবাদী পরোপকারী দক্ষ সংগঠক হারালো। আর চট্টগ্রামবাসী হারালো একজন দানশীল নেতা। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা কোনদিন পূরণ হওয়ার নয়। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার সদ্গতি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্ঠা মোরশেদ মুরাদ ইব্রাহীম, সাবেক এম.পি মাহজাবীন মোরশেদ, সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী মাসুদ, কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন ছিদ্দিকী, নগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবু তাহের, নগর তরুন পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।।