আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মচারী সেলিমের মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রাম জেলার বাঁশখালীতে বিদুৎস্পৃষ্ট হয়ে মো. সেলিম (৩৫) নামের সোনালী ব্যাংকের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সেলিম সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাণীগ্রাম কচুজুম এলাকার মৃত গোলাম বারীর ছেলে।

২৭ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার বাণীগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী রামদাসহাট এলাকার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই রাকিবুল ইসলাম জানান, ঝড়ো বাতাসে বসতবাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে যায়। গাছের ডালে উঠে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সেলিম। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, দীর্ঘদিন থেকে সেলিম বৈলছড়ি সোনালী ব্যাংক শাখায় চাকরি করতেন।

বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ কর্মচারীদের সহায়তা না নিয়ে নিজে কাজ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ