
বান্দরবান প্রতিনিধি: মহামারী করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রিসিপ্টশনের সামনে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আলোকে করোনা ভাইরাস প্রতিরোধ স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন করা হয়।
২৭জুলাই সকাল দশটায় স্থাপনকালে বুথ থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং মুখে মাস্ক পড়ে বুথের কার্যক্রমের শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা,উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়।
বুথ স্থাপনে সার্বিক পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতিঃথোয়াইতিন অং মারমা,সাধারণ সম্পাদক সুরেন্দ্র ত্রিপুরা।
পড়েছেনঃ ৩৩৭