
থানচি (বান্দরবান) প্রতিনিধি
করোনা সংক্রমন আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারনে সরকার ১৮ দফার নির্দেশনা মোতাবেক সাতদিনের লকডাউনের প্রথমদিন শুরু হয়েছে ৫ই এপ্রিল থেকে ১২ই এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউনের দ্বিতিয় দিনে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গনী ওসমানীর নেতৃত্বে আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী মাইকিং এর মাধ্যমে করোনা মহামারী, মাস্ক পরিধান ও লকডাউন বিষয়ে উপজেলার জনসাধারণ এবং ব্যাবসায়ীদেরকে সচেতন করেন এই সময় সাথে ছিলেন থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ারসহ আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
কিছুক্ষন আগে যে যার মত বাজারে মাস্কবিহিন চলাফেরা করেছে ইউএনও আসাতে কেউ পকেট থেকে আর কেউ মাস্ক কিনতে দৌড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে।
পড়েছেনঃ ৩৬২