
তনজিমুল মোছলেমীন এতিমখানা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বিশিষ্ট আলেমেদ্বীন ও একাধিক স্বর্ণপদক প্রাপ্ত সমাজসেবী এবং চট্টগ্রাম হযরত শাহ্ আমানত দরগাহ্ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানা সহ বহুসংখ্যক এতিমখানা ও মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা হাকীম মোবারক আলী হেজাজী (রহ.) এর ৫ম স্মরণ সভা,দু‘আ মাহফিল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার তয় অধিবেশন ২৬ ডিসেম্বর শনিবার বাদে মাগরিব তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দীন হেজাযী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান অতিথি ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি(তরিকত) মাওলানা মামুনুর রশীদ নূরী। আল্ হেজাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ‘র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক অধ্যাপক নঈম কাদের,চরন্দ্বীপ রজভিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা শোয়াইব রেজা, এতিমখানার নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ বি.কম,আকতার আজীম খান,হাফেজ আনোয়ার হোসেন,হাফেজ ফজলুল কাদের,হাফেজ মাওলানা ফোরকানুল ইসলাম,হাফেজ মাওলানা জোবায়ের হোসেন,হাফেজ মাওলানা জসিম উদ্দিন,হাফেজ মাওলানা বশির আহমদ, হাফেজ ইয়াছিন,হাফেজ মাওলানা আনোয়ার হোসেন,হাফেজ হাসান ইমাম ও মোহাম্মদ শাহিন প্রমূখ। সভায় প্রধান অতিথির ভাষনে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক বলেন- মরহুম আল্লামা মোবারক আলী হেজাজী তাঁর জীবদ্দশায় বহু সেবামূলক কাজ করে গেছেন। বিশেষ করে এতিমদের কল্যাণে আল্লামা মোবারক আলী হেজাজী (রহ.) এর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। প্রধান বক্তা মাওলানা মামুনুর রশীদ নূরী বলেন- আল্লামা মোবারক আলী হেজাজী ছিলেন এতিম শিশুদের ছায়াস্বরূপ। তিনি আল্লাহ ও প্রিয় নবী (স.) এর প্রতিটি আদর্শ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁর মত কুরআন প্রেমিক আলেমেদ্বীন দেশে অদ্বিতীয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধা ৭টায় অনুষ্ঠান শেষ হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন,খতমে তাহলিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ শরীফ ও তবারুক বিতরণ।