আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

আলোকিত মানুষ গড়ার আদর্শ প্রতিষ্ঠান বায়তুশ শরফ -চসিক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার বুনিয়াদি ও সমমনা ছাত্র পরিষদ এর উদ্যোগে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সম্মাননা অনুষ্ঠান ও দোয়া মাহফিল ২৬ ডিসেম্বর ২০২০ সাল রোজ শনিবার বাদে মাগরিব বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে বায়তুশ শরফের মাননীয় পীর ছাহেব শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আলহাজ্ব খোরশেদ আলম সুজন, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ্ব এ.কে.এম. এহছানুল হায়দার চৌধুরী (বাবুল)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন- মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাঈমুল্লাহ, উদ্ভোধনী বক্তব্য রাখেন- বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার বুনিয়াদি ও সমমনা ছাত্র পরিষদ এর সভাপতি জনাব এস.এম. সাজ্জাদ হোসাইন, বিশেষ অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন- রাউজান উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ্ব এ.কে.এম. এহছানুল হায়দার চৌধুরী (বাবুল)।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। তিনি বলেন- আলোকিত মানুষ গড়ার আদর্শ প্রতিষ্ঠান বায়তুশ শরফ, বায়তুশ শরফ একটি অরাজনৈতিক ও মানবসেবী প্রতিষ্ঠান, প্রকৃত অর্থে ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালিত করে থাকে, যারা মানুষকে ধর্মের পথে আহ্বান করে তারাই প্রকৃত মানুষ। ইসলাম সাম্যের ধর্ম, মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। তিনি আরো বলেন-মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি পরিহার করে দেশ প্রেম এবং নিষ্ঠার সাথে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এনেছি তা রক্ষা করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর মতো বিষয়গুলো বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। যদি আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিষয়ে সামাজিকভাবে প্রতিরোধ করি তাহলে আমাদের পরিবার, সমাজ ও দেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাতে পরিণত হবে।
অনুষ্ঠানে বায়তুশ শরফের মাননীয় পীর ছাহেব শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আল্হাজ্ব খোরশেদ আলম সুজনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ পরিবারের পক্ষে সম্মাননা পত্র পাঠ করেন মোহাম্মদ আবদুল করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইউসিবিএল ব্যাংক লিমিটেড। শহীদ পরিবারদের পক্ষে সম্মাননা পত্র গ্রহণ করেন বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফিজ উদ্দিন ও মুহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ মোরশেদ হোসেন আজাদ, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আকবর হোসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মুহাম্মদ একরামুল হক, মোহাম্মদ আবুল হাশেম মাসুম, অধ্যাপক তাহের হোসেন সেলিম, মুহাম্মদ সাইফুল ইসলাম মুফতি, মুহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম, সরওয়ার উদ্দিন, মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুজিবুর রহমান, মুহাম্মদ আবিদ হোসেন মুরাদ, শাহজাদা মুহাম্মদ আবদুল কাইয়ুম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, রিদওয়ানুল হক জুনুন, ইয়াছিনুল কবির সিদ্দিকী, শেখ নেজাম উদ্দিন, আবু সালেহ, হাফেজ ফয়েজ, আহমদ হোসাইন, মুহাম্মদ এহছানুল হক মিলন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন-এডভোকেট এরশাদ হোসাইন ও মঈন উদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠান শেষে বায়তুশ শরফের পীর ছাহেব শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ