
মোঃ শহীদুল ইসলাম(শহীদ), বান্দরবানঃ
সুয়ালক সুলতানপুর দারুল কোরআন মাদ্রাসা ইবতেদায়ী হিফজুল কোরআন ও এতিমখানা পরিচালনা কমিটির আয়োজনে ৬ষ্ঠ তম বার্ষিক সভা ও তাফসীরুল কোরআন মাহাফিল ২০২১অনুষ্ঠিত হয়েছে। ২৯জানুয়ারী শুক্রবার বাদে আছর হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে। সুলতানপুর দারুল কোরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বার্ষিক সভায় আয়োজন করা হয়। সুয়ালক সুলতানপুর দারুল কোরআন এবতেদায় মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু বক্করে সভাপতিত্বে প্রধান ওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন চ্যানেল-নাইন,বিজয় ও এশিয়া টিভির ইসলামিক আলোচক হাফেজ মাওলানা মহসিন বিন রফিক। বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন খলিফায়ে বায়তুশ শরফ আলহাজ মাওলনা ইউনুছ নুরী, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী, রাউজান ইউনুছিয়া মাদ্রাসার আরবী প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি ওবাইদুল্লাহ, বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা কাজী মাওলানা আবদুুল লতিফ সিকদার, সাতকানিয়া পশ্চিম বড়দুুয়ারা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দিদারুল ইসলাম আনছারী, চট্টগ্রাম সাতকানিয়া দরবারে গারাংগিয়া মাওলানা আবুল হাশেম, বাজালিয়া ফজিল(ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা ইলিয়াস আজাদ, ধোপাছড়ি চন্দনাইশ থেকে আগত মাওলানা শাহাজান। বার্ষিক সভায় আরো উপস্থিত ছিলেন মসজিদের জায়গা দাতা সম্মানিত হাজী ছিদ্দিক,বার্ষিক সভায় নিবেদিত প্রাণ হয়ে সার্বিক সহযোগিতা করেন মাদ্রসা ও এতিম খানা পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য ইসলামী চিন্তাবিদ সাংবাদিক মোহাম্মদ আলী,পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো: মোজাম্মেল, সদস্য আব্দুল মালেক,সাহেদ হুজুর,এলাকার সরদার তাজ উদ্দীন,যুব নেতা পলাশ,টমটম সমিতির নেতা জুলহাশ, যুব নেতা রফিকুল ইসলাম রাজিব, মো: ইদ্রিছ সহ এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় যুবকগণ এবং কমিটির অন্যান্য সদস্যগণ। বার্ষিক সভায় বক্তারা বলেন পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান, মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম, অত্যাচারের শিকার হচ্ছে। প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু বক্কর বক্তব্যে বলেন, আমাদের এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিম খানাটি আমাদের গরীব এলাকাবাসীর পক্ষে পরিচালনা করাটা অত্যান্ত কষ্ঠকর ব্যাপার হয়ে দাড়িছে, বান্দরবানের কোন অর্থশালী ও বৃত্তবান ব্যাক্তি আমাদের এই প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করলে এলাকার জনসাধারণ সম্প্রীতির বান্দরবানের শান্তি সম্প্রীতির প্রচারে মানবজাতির কল্যাণে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। মাদ্রাসা ও এতিমখানা পরিচালনায় আধুনিক বান্দরবানের রূপকার বান্দরবানের কৃতি সন্তান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, সেনা জোন, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ সকলের সার্বিক সহগোগিতা কামনা করেন এবং দেশ ও মানব জাতির কল্যানে বার্ষিক সভায় বিশেষ দোয়া করা হয়।