
সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উৎযাপন করেছে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগ।
২৮ই সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক ও উমর গণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুমনের নির্দেশে, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উল্লাহ্’র সঞ্চালনায় জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সু-স্বাস্থ্যময় জীবন কামনা করে,দোয়া মাহফিল ও দুঃস্থ, এতিম ছাত্র মাঝে খাবার বিতরণ করা হয়।এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সবিহ-উল-আজাদ চৌধুরী (সোহেল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম (অভি), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হেলালুর রহমান,সদস্য জাহাঙ্গীর আলম, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ওসমান গনি চৌধুরী,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন, ছাত্রনেতা রিয়াদ চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী লিয়াকত সিকদার সহ কালিয়াইশ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ প্রমুখ।