আরিফ চৌধুরী
আমার উন্মিলিত শব্দমালা জাগে অহোরাত্রি,
এতো অন্ধকার আলোয়, জাগে জোছনা ফোটা পূর্ণিমাতে,
জাগে শব্দেরা অলীক দুপুর রৌদ্রে
নিরাকার আকাশের তারায়,
জাগে নদীর নিরবধী ঢেউ খেলা জলে
মাছরাঙার ঠোঁটে ধরা শিকারী চোখে
দুটি পাখির ঠোঁটের আদরের মোহন সৌন্দর্য্য
শব্দেরা জাগে নারীর সৌন্দয্যলোকে
আর এলো চুলের ভাঁজ খোলা করতলে
নৌকার বৈঠার ছল্যাৎ ছল্যাৎ ছন্দের তালে
অভিমান ভরা ফুটফুটে চাঁদের জোছনায়।
বাঁশঝাড়ের শব্দের বাতাসে
পুকুরের টুপ করা শব্দে, অন্তহীন জোছনায়,
বৃষ্টি ভেজা নারীর শাড়ির ভাঁজের রঙিন লাজে
মায়াবী পর্দার দুলে উঠা হাওয়ায় হাওয়ায়।
শব্দেরা জাগে ডয়িংরুমের নি:সঙ্গ পিয়ানোর শব্দে
গভীর রাতে বেজে ওঠা রবীন্দ্রনাথের প্রেমের সংগীতে
শব্দেরা জাগে উতলা দুপুরে মাতাল বসন্তে
শীতার্ত রত্রির ওম ধরা বেলায়, চন্দ্রালোকের চাঁদ রাত্রির খেলায়,
বিষন্ন দুপুরে বন হরিণীর ডাকে, নি:স্তব্দ ছায়ায় পাতা ঝরার ছন্দে
শব্দেরা জাগে ভাবনার বিষন্ন বোধে, আকাশের অসীম শূন্যতায়,
কবিতা পড়ার প্রহরে প্রহরে ,ভালবাসার অনন্দ বেদনায়,
শব্দেরা জেগে উঠে লোবানের ঘ্রাণে সমুদ্রের বালুকা বেলায় ।