
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ অমর একুশে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল ২১ ফেব্র“য়ারি সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের আহ্বায়ক সৈয়দ আহমদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সুরেশ দাশ, সদস্য যথাক্রমে মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), নজরুল ইসলাম মোস্তাফিজ, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, সঞ্জয় সরকার, øেহজয় চৌধুরী টিটু, মাসুমা কামাল আঁখি, এ টি এম জসিম উদ্দিন, মোহাম্মদ আমিন চৌধুরী, কফিলুল করিম, হানিফুল ইসলাম, একরামুল হক বাবুল, গোলাম রহমান, আবদুর রহিম, কর্ণফুলী থানা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি নুরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স ম জিয়াউর রহমান।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দরা বলেন, বাংলা ভাষার মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাংলা ভাষা এখনো বাঙালির কাছে উপেক্ষাতুল্য। তাঁরা বলেন, শ্রেণি-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই ভাষা আন্দোলনের মূল লক্ষ্য। কিন্তু এখনো ভাষা আন্দোলনের মূল প্রতিপাদ্য অর্জিত হয়নি। নেতৃবৃন্দরা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সকল সাইনবোর্ড বাংলায় লেখার দাবি জানান।