চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট এ এন এম রোকনুজ্জামান মুন্নার সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন। চরতী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আবু সালেহ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জনাব লিয়াকত আলী চৌধুরী, জনাব মোহাম্মদ ফিরোজ, জনাব জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া মমতাজ, পারভিন আক্তার, নার্গিস আক্তার, আসমাউল সালমা, অমির শুক্লা দাশ, খন্ডকালিন শিক্ষিকা কানিজ আক্তার, অফিস সহায়ক তৌহিদুল ইসলাম সাইমন প্রমুখ। এর আগে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্থবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।