আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ট্রাকচাপায় নিহত ২,ট্রাক ও ট্রাকের হেলপার আটক

শেরপুরের নকলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- নকলা উপজেলার হাসনখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও লয়খা নব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারুফ (১৩) ও দক্ষিণ বারমাইশা এলাকার সেলিম মিয়ার ছেলে ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষাথী হামিদুল ইসলাম (১৫)।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে নকলা উপজেলার বারোমাইসা বাজারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিভিন্ন স্থানের অনুষ্ঠান দেখতে হাসনখিলা গ্রাম থেকে বারোমাইসা গ্রামে যাওয়ার পথে বারোমাইসা বাজারের মোড়ে মোটরসাইকেল চালক মারুফের সঙ্গে নকলাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হামিদুল ইসলাম নিহত হন। পরে স্থানীয়রা মারুফকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মারুফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তাড়াকান্দা এলাকায় মারা যান তিনি। পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের হেলপার ফরহাদকে আটক করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ