যশোরের চৌগাছায় অস্ত্র, গুলি ও মাদকসহ বাবা আব্দুল মান্নান (৬০) ও ছেলে জাকির হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে আব্দুল মান্নান ও তার ছেলে জাকির হোসেনকে আটক করা হয়। সেসময় মান্নানের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া জাকিরের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।
পড়েছেনঃ ৩৩৪