
দেশচিন্তা নিউজ ডেস্ক:
শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সৌহর্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষে ২৯ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনাইটেড মুসলিম প্রাইমারী স্কুলের পরিচালনা পর্ষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোছলেম উদ্দিন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে সহায়ক। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সু সম্পর্ক, অভিভাবকদের সুচিন্তিত মতামত এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা একটি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার সংকল্প নিয়ে আধুনিক সময় উপযোগী ও বিজ্ঞান মনস্ক চালু করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সাফল্য এসেছে। তিনি প্রত্যেক বিদ্যালয়ে অবকাঠামো নির্মানেও জোর দিয়েছেন। অভিভাবকদের সচেতনতার ফলে শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সফলতা পরিলক্ষিত হচ্ছে, এই শিক্ষিত অভিভাবকদের হাত ধরেই তাদের সন্তানেরা গড়ে উঠবে এবং তারাই হবে আগামী বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। তিনি বলেন বর্তমান যারা যত শিক্ষিত তারাই উন্নয়নে তত এগিয়ে যাচ্ছে।
এডভোকেট আবু তৈয়ব কিরণের সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহেদা আক্তার, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, প্রবাশী আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, থান মুক্তিযোদ্ধা কামন্ডার হারুন মিয়া। বক্তব্য রাখেন, আবুল মোকারম, দিদারুল আলম, রাজীব চক্রবর্ত্তী, মো: নুরুল আবছার হীরা, নুরুল আবছার, স্কুলের প্রধান শিক্ষক মো: ইলিয়াছ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল হক চৌধুরী, শিক্ষিকা তিয়াসা দাশ, শিক্ষিকা মৌমিতা মজুমদার, শিক্ষিকা মুক্তা দাশ, শিক্ষিকা সুমি দাশ, শিক্ষিকা সুপ্রিয়া চৌধুরী, শিক্ষিকা মায়াশ্রী ধর, শিক্ষক মোয়াজ্জেম মুর্তজা, আলহাজ্ব শফিউল আজম শেফু, হাজী জাহাঙ্গীর আলম, মো: শাহেদ আলম, নবজিৎ চৌধুরী রানা, জহিরুল ইসলাম, মো: আলমগীর, তারেকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম সোহেল, জাবেদুল আলম, আবদুল করিম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ, মিনহাজুল ইসলাম, দিদারুল আলম, আবদুল করিম, জমির হুদা সোহেল, দিদারুল আলম রিপন প্রমুখ।