দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকৌশল বিভাগ ও ট্রাফিক বিভাগের যৌথ সমন্বিত একটি প্রতিনিধি দল পতেঙ্গা সমুদ্র সৈকতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন স্থল পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সাবেক সভাপতি শ্রী সাধন ধর, চসিক নির্বাহী প্রকৌশলী অসীম বড়–য়া, চউক নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী রতœাকর দাশ টুনু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, পতেঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়–য়া দিপু, সেকেন্ড অফিসার প্রশান্ত কুমার দে, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, চসিক সহকারী প্রকৌশলী মোঃ আশিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, পতেঙ্গা থানা পূজা পরিষদের সাবেক সভাপতি সমীর মহাজন লিটন, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বর্তমান সভাপতি সৈকত মহাজন সাজু, ইপিজেড পূজা পরিষদের সভাপতি শিমুল শীল, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাবেদ হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ মুসা প্রমুখ। পরিদর্শন কালে সিডিএ কর্তৃক চলমান লিংক রোডের উন্নয়ন কাজের জন্য বিসর্জনের অরক্ষিত স্থানটি দ্রুত সংস্কার করার মাধ্যমে প্রতিমা বিসর্জনের উপযোগী করে তোলার জন্য সিডিএ ও সচিক যৌথ সমন্বয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে উক্ত কাজটি সুসম্পন্ন করার পর আগামী ১০ অক্টোবরের মধ্যে ট্রাফিক বিভাগ ও পূজা পরিষদকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।