
দেশচিন্তা ডেস্ক: মৃন্ময়ী আর্ট স্কুলের বার্ষিক চিত্রপ্রদর্শনী, আলোচনা সভা, পুরষ্কার ও সদন বিতরণ অনুষ্ঠান ২৭ জানুয়ারী বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মৃন্ময়ী আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক লিটন দেবনাথ লিখনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের পরিচালামক বিশিষ্ট নাট্যজন কবি অভীক ওসমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল। অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের চারুকলা বিভাগের পরিচালক চিত্রশিল্পী সাইকা পারভিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অদিতি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক টুনটু দাশ বিজয়, স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের সভাপতি বিবি ফাতেমা সংস্কৃতিকর্মী ফোরকান রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা আবৃত্তিশিল্পী পূর্ণা দাশ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক অনুরুপা দেবী নাথ, প্রশিক্ষক তানজিলা আফরিন, অদিতি নাথ, তায়েবা মুনিয়া, শাহীনুর মৌসুমী, উৎস দাশ, অংকন নাথ, কেয়া তালুকদার, অর্পিতা। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের মাঝে দেশপ্রেমের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। শিশুদের মেধা, মননকে আরো জাগ্রত করতে মৃন্ময়ী আর্ট স্কুল অনন্য ভুমিকা পালন করে যাবে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন শিশু কিশোরদের মনোজগৎের সাথে আমাদের চিন্তার মিল রেখে তাদেরকে তাদের মত করে বড় করে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী সে বিষয়ে পারদর্শী করার চেষ্ঠা শিশু বয়স থেকে থাকা জরুরী।সভার প্রধান আলোচক বলেন আমাদের শিশুরা আমাদের আগামীর জাতি গড়ার ভবিষ্যত। শিশুদেরকে ছোটকাল থেকে নীতি নৈতিকতা, দেশপ্রেম, সৃজনশীল চর্চা, বিশেষ করে বাঙালী সংস্কৃতির সাথে পরিচয়ের মেলবন্ধন সৃষ্টি করাতে হবে। যাতে করে তারা নিজেদের প্রতিভার সুষ্ঠু বিকাশ ঘটাতে সক্ষম হয়। তিনি বলেন শিশুদের জন্য চিত্রাংকন একটি অসাধারণ প্রতিভা বিকাশের সুযোগ। এ চর্চা থেকেই অনেকেই উচ্চতর জায়গায় মেলে ধরার সুযোগ পায়। সভা শেষে বার্ষিক চিত্রাংকণ ও শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরষ্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।
















