
দেশচিন্তা ডেস্ক: বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্তির শর্তাবলী-একাডেমি কার্যক্রম ও বাফুফের অ-১৪ একাডেমি কাপ ফুটবলের জন্য খেলোয়াড় বাছাই কর্মসূচি সোমবার দুপুরে, সিডিএ বালুর মাঠে উদ্ধোধন করা হয়েছে।
একাডেমি এ্যাবুলেশন কার্যক্রমে বাফুফের বিশেষ কোচ দীপক চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও ফুটবল উপহার কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই উদ্ধোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল উপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, জেনারেল সেক্রেটারি ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন , সহকারী কোচ (২) মোঃ মুরাদ হোসেন, সহকারী টিম ম্যানেজার মোঃ আঃ রহিম, অভিভাবক সদস্য মোঃ সেলিম,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, সদস্য মোঃ রাহাত হাসান, সদস্য নাহিদুল ইসলাম নাহিদ, মোঃ হানিফ, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে অ-১৪ দলের বাছাইকৃত খেলোয়াড়দের সাথে পাইওনিয়ার ফুটবল দলের প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন বাফুফের বিশেষ কোচ দীপক চন্দ্র দাস ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় কোচ ও অতিথিরা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির একাডেমি কার্যক্রম পরিদর্শন করে অত্যন্ত ভালো ও প্রসংশা প্রকাশ করেছেন।এই একাডেমির সাফল্য কামনা করে।










