সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম সাতকানিয়ার বিভিন্ন এলাকায় সেচ্ছাসেবী সংগঠন নিউ স্টার সোসাইটি ক্লাবের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ সিজন থ্রী সম্পন্ন হয়েছে।সাতকানিয়া উপজেলার পুর্বডলু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ক্লাবের সভাপতি মুহাম্মদ মুদ্দাচ্ছিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের উপদেষ্টা মুহাম্মদ আবু হানিফ বলেছেন, শীতকাল একটি মজার ঋতু, গ্রামগঞ্জে সর্বত্র পিঠেপুলি ও নানা আয়োজনে ব্যস্ত থাকে। কিন্তু এসময় সমাজের একশ্রেনির লোকালয়ে ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটুকরো বস্ত্রের অভাবও যেন পূরণ করতে সক্ষম হয়না।তিনি আরো বলেন, আমাদের সমাজের উচ্চশ্রেনির লোকদেরকে আমি শীতের রাতে গ্রামগঞ্জ ও শহরের অলিগলিতে ঘুরাফেরার আহ্বান করছি। কেননা এদ্বারা সবারই জানা হবে আমাদের সমাজে শীতার্ত মানুষের গায়ে জড়ানোর জন্য একটুকরো কাপড়ের অভাবও রয়েছে। পরিশেষে সমাজের গরীব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানোর প্রয়াস ও বাস্তবায়নে আমি নিউ স্টার পরিবারকে মোবারকবাদ জানাচ্ছি।অনুষ্ঠানে এলাকার ৮০ পরিবারের মাঝে সুন্দর সুষ্টভাবে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাছির উদ্দীন, রাজনীতিবীদ মুহাম্মদ রহমাত উল্লাহ, মুহাম্মদ জাবিদ হোসাইন, মুহাম্মদ হিজবুল্লাহ, মুহাম্মদ এমরান হোসাইন, মুহাম্মদ আশেক, মুহাম্মদ মামুন, মুহাম্মদ জাহেদ উল্লাহ, মুহাম্মদ জিয়াউর রহমান, মুহাম্মদ নেজামুদ্দীন ও ইয়াছিন প্রমুখ।