আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতু বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় -মঈনুদ্দীন খান বাদল

দেশচিন্তা নিউজ ডেস্ক: 

কালুরঘাট নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশে সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল বলেছেন বীর চট্টলাবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতু উল্লেখ করে তিনি আরো বলেন, প্রায় ৯০ বছর যাবত কালুরঘাট সেতু একমুখী হওয়ায় চরম দূর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছে চট্টগ্রামের জনগণ। তিনি বলেন, কালুরঘাট সেতু শুধু দক্ষিণ চট্টগ্রামের নয় এটি বৃহত্তর চট্টগ্রামের যাতায়াতের অন্যতম সড়ক উল্লেখ করে তিনি বলেন, বর্ষার মৌসুমে সেতু ও সড়কটি খুব ঝুঁকিপূর্ণ। প্রতিদিন ছোট খাট দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। এছাড়া সেতুর সড়কটি একমূখী হওয়ায় যানজট লেগেই আছে, জট খুলতে দুই তিন ঘন্টা সময় অতিবাহিত হয়। এতে করে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রেলমন্ত্রী চট্টগ্রামে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিকনিক করে গেছেন, কিন্তু রেলওয়ের সাথে সম্পৃক্ত বৃহত্তর চট্টগ্রামের জনদূর্ভোগ নামে খ্যাত কালুরঘাট সেতু পরিদর্শনে আসেননি। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতু নির্মাণ করতে হবে। সেই সেতু দিয়ে রেল ও যানবাহন চলবে। তিনি বলেন কালুরঘাট সেতু নির্মাণ না হলে বৃহত্তর চট্টগ্রামবাসীর দুঃখ থেকেই যাবে। সুতরাং প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান যেহেতু তিনি চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, সেহেতু চট্টগ্রামবাসীর দুঃখ লাগবের জন্য নতুন কালুরঘাট সেতু নির্মাণ করে ভোগান্তি থেকে জনগণকে রক্ষা করবেন। আজ ২৫ জুলাই বিকাল ৫টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত নতুন কালুরঘাট সেতু চায় শীর্ষক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঈনুদ্দীন খান বাদল এমপি এসব কথা বলেন। চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সভাপতি লায়ন একে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে কার্যকরী সভাপতি সাংবাদকি আলী আহমেদ শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, অধ্যাপক জিনবোধী ভিক্ষু, ভানুরঞ্জন চক্রবর্তী, সাবেক প্যানেল মেয়র রেখা আলশ চৌধুরী, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, সাংবাদিক সুজিত কুমার দাশ, প্রতিবন্ধী ফোরামের সভাপতি এম এ সবুর, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল মালেক সিকদার, উন্নয়ন উদ্যোক্তা নোমান উল্লাহ বাহার, শ্রমিক নেতা নুরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, এড. আশুতোষ দত্ত নান্টু, কবি এহসান মাহমুদ আলম, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, প্রণবরাজ বড়ুয়া, রিয়াজুর রহমান রিয়াজ, এনপি সাগর, সরোয়ারুল আলম, জাহাঙ্গীর আলম, আরিফুল আকবর, শহীদুর রহমান খোকন, সাবের আহমেদ রেজভী, হারুন রশিদ, নুরূল হুদা চৌধুরী, শিল্পী নুপুর আক্তার, রিমন মুহুরী, জামাল উদ্দিন কান্টু, পারভিন আক্তার চৌধুরী, ইউনুছ মিয়া, আব্দুল মাবুদ, সিআর বিধান বড়ুয়া, একে এম মুজিবুর রহমান, রতন ঘোষ প্রমুখ। প্রসঙ্গতঃ কালুরঘাট নতুন সেতু নির্মাণের দাবিতে আগামী ১ আগষ্ট বিকাল ৪টায় নগরীর বহাদ্দারহাট মদিনা হোটেল চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ