আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সামাজিক নিরাপত্তা ভাতা ভোগীদের ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণের সচেনতামূলক প্রোগ্রাম

দেশচিন্তা নিউজ ডেস্ক:

শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রামের উদ্যোগে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত ভাতা ভোগীদের ডিজিটাল উপায়ে ভাতা প্রদানের নিমিত্তে ২৫ জুলাই ২০১৯ খ্রিঃ প্রিয়া কমিউনিটি সেন্টার, মোমিনরোড,চট্টগ্রাম এ এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অফিসার যোবায়ের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাছনী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী ও ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন ও সমাজসেবক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদফতর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল ভাতা ডিজিটাল উপায়ে সরাসরি ভাতা ভোগীর হাতে পৌছে দেওয়ার ব্যবস্থা করছে। এখন থেকে ভাতা গ্রহণে ভাতা ভোগীদের আর কষ্ট করতে হবেনা। প্রধান আলোচক বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে ভাতা ভোগীদের আর কষ্ট করতে হবেনা। ভাতা ঘরে ঘরে পৌছে যাবে। তিনি সিটিকর্পোরেশন এলাকায় বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাভাতা প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদান করা হলে ভাতা ভোগীদের টাকা নিরাপদে থাকবে এবং প্রয়োজনমতো ভাতা ভোগীগণ ভাতা উত্তোলন করতে পারবেন। তাছাড়া ভাতা একাউন্টে আসা মাত্রই ভাতা ভোগী মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবে।বিশেষ অতিথি বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই ডিজিটাল পদ্ধতি ব্যাংকে গিয়ে লাইন ধরে দাড়ানোর ভোগান্তি থেকে ভাতা ভোগীদের রেহাই দিবে। তাই তিনি সকল ভাতা ভোগীদের সময়মতো তথ্য দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভাতা গ্রহণের আহবান জানান। সমাজসেবা অফিসার তার বক্তব্যে ডিজিটাল উপায়ে ভাতা প্রদানও গ্রহণের সুবিধা সমূহ তুলে ধরেন। অনুষ্ঠানে প্রায় ২০০ ভাতা ভোগী উপস্থিত হন। তারা সমাজসেবা অধিদফতরের এই উদ্যোগকে স্বাগত জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ