
দেশচিন্তা বিনোদন ডেস্ক:
নাটক কেবল কূশী-লব আর দর্শক-শ্রোতার ভাব-বিনিময়ের জন্য কোন নান্দনিক আয়োজন নয়। তার মাঝে রয়েছে শারীরবৃত্তীয় কসরত ও মানসিক চেতনায় মানবিকতা বিকাশের কার্যকরী ও মোক্ষম অনুশীলনী আত্মবিনিয়োগ। সুস্থ দেহ ও প্রশান্ত মন এই দু’টির অনিবার্য প্রয়োজন এর মাঝে নিহিত এমনটি আজ বিশ্বময় প্রমানিত ও গবেষণার বিষয়। বিষয় ভিত্তিক আলোচনায় বক্তারা উল্লিখিত মন্তব্য করেন।
থিয়েটার সন্দীপনা আয়োজিত ৫ দিন ব্যাপী ফিজিক্যাল থিয়েটার ওয়ার্কশপ ৫ জুলাই সকাল ১০টায় দলের দোস্তবিল্ডিংস্থ মিলনায়তনে শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন- খ্যাতিমান নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন- নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। থিয়েটার সন্দীপনার সিনিয়র সহ সভাপতি নাট্যজন বাবুল কান্তি দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- থিয়েটার সন্দীপনার দলপতি চ.বি. গবেষক- ভাষ্কর ডি.কে. দাশ (মামুন)। সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- নাট্যাভিনেতা হাবিবুর রহমান হাবীব, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, কলাম লেখক এম.আদীল, আবৃত্তিকার মশরুর হোসেন, সর্বনাট্যজন জাবের হোসেন, কে.কে. বাবুল, মোঃ রাশেদ, আজগর আলি। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্কশপে ২০ জন নাট্যকর্মী অংশ গ্রহন করেন।