আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকাস্থ এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ইফতার মাহফিল আজ ১৮ মে শনিবার নগরীর লালখানবাজারস্থ পিটস্টপ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামিলের সঞ্চালনায় ইফতার মাহফিলে মূখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. রশিদ জাহেদ। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল বশর আবু, ব্যাংকার আব্দুল গাফফার চৌধুরী, আলহাজ্ব নুরুল ইসলাম, লায়ন ওসমান গণি চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন, হাজী রফিকুল ইসলাম, আব্দল মাবুদ চৌধুরী। উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক- আলহাজ্ব জসিম উদ্দিন, অর্থ সম্পাদক- কাজী গিয়াস, উদ্দিন, অধ্যাপক ড. শফি উল্লাহ কুতুবী, মিসেস সেতারা গাফফার চৌধুরী, মাওলানা এনামুল হক মাদানী, ব্যবসায়ী নেতা আলহাজ্ব আহমদ হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ জাহাঙ্গীর, আলহাজ্ব নুর মোহাম্মদ, অধ্যক্ষ ইউছুপ ছানুবী, অধ্যক্ষ হাফেজ মহিুউল হক, অধ্যক্ষ সোলাইমান কাসেমী, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, সিরাজুল ইসলাম মাদানী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন- মাহে রমজান মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। রোজা মানুষকে প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেয়। তিনি বলেন- রোজাদারদের ইবাদত-বন্দেগির ভেতর দিয়ে সব ধরনের অন্যায়-অত্যাচার, অশোভন-অনাচার, দুরাচার-পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্রে ইফতার, দীর্ঘ তারাবি নামাজ, সেহেরী এসব কিছুর মধ্য দিয়ে একজন রোজাদার ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ