
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬২ বছর।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়াপুকুর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি এলাকায় ভিক্ষা করতেন। গতকাল বিকেলেও তাকে ভিক্ষা করতে দেখা গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল (সোমবার) হাটহাজারীর পৃথক দুটি স্থানে অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে একটি মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট থেকে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি উদ্ধার করে। অন্যটি পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে একটি মাছের প্রজেক্টের পাড় থেকে হাটহাজারী থানা পুলিশ উদ্ধার করে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে ভুক্তভোগীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।












