আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের মেয়াদ বাড়ল আরও এক মাস

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং দেশের মোট আমদানি-রপ্তানির সিংহভাগ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। দৈনন্দিন প্রায় ৫-৬ হাজার যানবাহন বন্দরে চলাচল করে, তাই মিছিল বা সমাবেশের কারণে যে কোনো বিঘ্ন জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

এর আগে ৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে ১১ অক্টোবর থেকে ৩০ দিনের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবার পূর্বের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় এক মাসের জন্য এই বিধিনিষেধ আরোপ করা হলো।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি ও জামায়াতের শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে আসছে। একই ইস্যুতে বাম ঘরানার বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ