আজ : শনিবার ║ ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবিতে পিসিপির নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় চবি আইন অনুষদ আডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা নির্বাচিত হয়েছেন আপনারা শুধু পাহাড়িদের নেতা না, চবির ২৮ হাজার শিক্ষার্থীর নেতা। আপনারা বার বার পাহাড়ি বলছেন, নিজেদের বাংলাদেশি বলুন। কারণ সবার আগে আমরা সবাই তো বাংলাদেশি। নিজেদের তিন জেলার মধ্যে সীমাবদ্ধ করবেন না। অন্যের সংস্কৃতিও আপনাকে বুঝতে হবে। চবি উপাচার্য বলেন, আমাদের স্বপ্ন সফল হবে যখন বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। বিশ্ববিদ্যালয় নেতা তৈরির করার কারখানা না, যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা। আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য কাজ সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যোগ্য শিক্ষক নিয়োগ এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সবাই উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চোধুরী। পিসিপির চবি শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পিসিপি চবি শাখার সভাপতি ভূবন চাকমা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিসিসির কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোহেল চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেমা চাকমা, চবি অতীশ দীপঙ্কর হলের ভিপি রিপুল চাকমা ও নবাব ফয়জুন্নেছা হলের ভিপি পারমিতা চাকমা প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ