
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এর কার্যালয় সংস্কারপূর্বক আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বেলা ১২টায় উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। চবি উপাচার্য বলেন, কাজের জন্য সুন্দর পরিবেশের দরকার হয়। উপ-উপাচার্য (একাডেমিক) এর কার্যালয় এখন নান্দনিক লাগছে। আশা করি, এ অফিস কাজের দিক থেকেও সুন্দর, সততা ও ন্যায্যতা বজায় থাকবে। এসময় উপাচার্য সংস্কার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, আমরা যেকোনো পরিবেশে কাজ করতে অভ্যস্ত। আগে এ অফিসের নানাবিধ সীমাবদ্ধতা ছিল। এখন সংস্কার করে নতুনভাবে সাজানো হয়েছে। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উপাচার্য মহোদয়, কাজের সার্বিক তত্ত্বাবধান করেছেন উপ-উপাচার্য (প্রশাসন), এছাড়া সংস্কার কাজের কমিটি ও চবি প্রকৌশল দপ্তর সহায়তা করেছেন; সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অনুভূতি ব্যক্ত করে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, উপ-উপাচার্য (একাডেমিক) কার্যালয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি অফিস। কিন্তু এখানে কনফারেন্স কক্ষসহ বেশকিছু সীমাবদ্ধতা ছিল। এরপর আমরা এটি আধুনিকায়নের উদ্যােগ গ্রহণ করি। এটি যাদের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উপ-উপাচার্য (একাডেমিক) কার্যালয় সংস্কার কার্যক্রম কমিটির আহ্বায়ক ও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মুনাজাত ও দোয়া পরিচালনা করেন চবি কেন্দ্র জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, এস্টেট শাখার প্রশাসক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ওয়ার্ডেন সুব্রত দাশ, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক ও প্রভাষক ড. আবদুর রাজ্জাকসহ শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।















