আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মালদ্বীপের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হাইদার আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের শিক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় দুই দেশ উচ্চশিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী আহমেদ বাংলাদেশের শিক্ষা খাতে অবদান ও অগ্রগতির প্রশংসা করেন এবং কয়েকটি সহযোগিতার ক্ষেত্র তুলে ধরেন। যেমন- মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের শিক্ষা সুযোগ তুলে ধরতে শিক্ষার্থী মেলা ও শিক্ষা প্রদর্শনী আয়োজন, মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপন করা, মালদ্বীপের চিকিৎসা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো এবং প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ নেওয়া।

হাইকমিশনার পুনরায় নিশ্চিত করেন যে, বাংলাদেশ আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার একটি নেতৃস্থানীয় গন্তব্য হতে পারে এবং এই লক্ষ্যে বাংলাদেশ পারস্পরিক স্বার্থ, আস্থা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে মালদ্বীপের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, অতিথিসেবা ও পর্যটন ব্যবস্থাপনায় মালদ্বীপের বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক হবে।

উভয় পক্ষ বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন, যাতে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়।

সাক্ষাৎটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে শেষ হয়, যেখানে দুই পক্ষই উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানুষে-মানুষে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপের টেকসই অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ