
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চবির উদ্যোগে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক এক সেমিনার আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা স্টুডেন্ট ওয়েলফেয়ার এক্টিভিটিকে সব সময় উৎসাহিত করি। এখন আমাদের চাকসুর প্রতিনিধিরা রয়েছে, তাদের সহযোগিতায় সহশিক্ষা কার্যক্রম আরও বাড়বে। আজকের এ আয়োজন দেখে সত্যি ভালো লাগছে। ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার। কারণ শিক্ষার্থীরা বাকিদের সচেতন করবে। ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতার বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব গ্রুপ চবি এর সভাপতি ও চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ। সেমিনারটি ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও আইনগত জ্ঞানের প্রসারে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। সেমিনারে দেশের বিশিষ্ট আইনজ্ঞ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ, বাস্তব চ্যালেঞ্জ, অভিযোগের পদ্ধতি ও সমাধানসহ নানা সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন। বক্তারা জানান, সচেতন ভোক্তাই ন্যায্য অধিকার আদায়ের মূল শক্তি।














