
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগে সম্প্রতি আধুনিক প্রযুক্তিনির্ভর ‘সুইচগিয়ার অ্যান্ড প্রটেকশন ল্যাব উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহিদ মো. আসিফ ইকবাল, সিনিয়র প্রফেসর ড. মিহির কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দীন মুন্না এবং প্রভাষক রাহুল চৌধুরী।
নতুনভাবে স্থাপিত এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক সুইচগিয়ার ও সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন বাস্তব প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করতে পারবে। ল্যাবটিতে অন্তর্ভুক্ত রয়েছে ডিজিটাল ভোল্টেজ প্রটেকশন সিস্টেম, ডিজিটাল কারেন্ট প্রটেকশন সিস্টেম, ডিজিটাল ফ্রিকোয়েন্সি প্রটেকশন সিস্টেম, ফেজ ফল্ট প্রটেকশন সিস্টেম, থার্মাল প্রটেকশন সিস্টেম, টাইমিং সুইচিং সিস্টেম, কার্টিজ ফিউজ ইউনিট, এইচআরসি ফিউজ ইউনিট, বাস বার প্রকেটশন সিস্টেম, লাইন ভোল্টেজ সিলেকশন সুইচ, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিমুলেশন সিস্টেম, রিলে প্রকেটশন সিস্টেম, ডাইরেক্ট অনলাইন স্টার্টার সিস্টেম, ডিফারেনশিয়াল রিলে মডিউলসহ সুইচগিয়ার-এর সকল আধুনিক সিস্টেম।
উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সর্বদা গুণগত মানসম্পন্ন প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান যুগ শিল্প বিপ্লব ৪.০-এর সময়, যেখানে স্বয়ংক্রিয়তা, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিদ্যুৎ সুরক্ষা প্রযুক্তি শিল্পক্ষেত্রের অপরিহার্য অংশ। এই নতুন ‘সুইচগিয়ার অ্যান্ড প্রটেকশন’ ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শুধু বইনির্ভর জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তারা বিদ্যুৎ সুরক্ষা, নিয়ন্ত্রণ, রিলে অপারেশন এবং ত্রুটি বিশ্লেষণের বাস্তব প্রয়োগে সরাসরি কাজ করার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, এই ল্যাব তাদেরকে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলবে, যারা ভবিষ্যতে দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই এমন উদ্যোগকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে।
সহযোগী ডিন প্রফেসর ড. সাহিদ মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, এই ল্যাব প্রকৌশল অনুষদের জন্য একটি যুগান্তকারী সংযোজন। এটি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে, যা গবেষণা ও শিল্প উভয় ক্ষেত্রেই তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলবে।
বিভাগীয় চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক বলেন, আমাদের লক্ষ্য তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব প্রকৌশল ধারণার ওপর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা। ‘সুইচগিয়ার অ্যান্ড প্রটেকশন’ ল্যাব সেই লক্ষ্য অর্জনের অন্যতম ধাপ।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ল্যাবের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এই ল্যাবের মাধ্যমে তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা শিল্পকারখানায় ব্যবহৃত বিদ্যুৎ সুরক্ষা ও নিয়ন্ত্রণ প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
								
													









