আজ : সোমবার ║ ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবিতে ‘নো হর্ন’ প্রচারণামূলক মানববন্ধন অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: শব্দদূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর আয়োজনে চালকদের মাঝে ‘No Horn’ প্রচারণামূলক মানববন্ধন আজ রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। এছাড়া পরিবেশবাদী কর্মী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আমাদের দেশের মানুষ সচেতন নয়। বিশেষ করে ড্রাইভার-যাত্রীরা। এখানে প্রয়োজনে-অপ্রয়োজনে হর্ন দেওয়া হয়। আমাদের গাড়ি চালানো শেখার আগে, হর্ন দেওয়া শিখতে হবে। হর্ন দেওয়ার ফলে পরিবেশ দূষণ হয়। আমরা পুরোপুরি হর্ন বন্ধ করতে পারব না। তবে আমরা চাই, প্রয়োজনে যেন হর্ন ব্যবহার করা হয়। পাশাপাশি হর্নের মাত্রা নির্দিষ্ট করা দরকার।

এসময় আওয়ার গ্রিন ক্যাম্পাসের দপ্তর সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তাসফিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ঢুকতেই গাড়ির হর্নে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। যেহেতু এটা একটি শিক্ষাঙ্গন, তাই এখানে স্পিড লিমিট থাকা উচিত। ৩-৪ রাস্তার মোড়ে ধীরে চললে তো আর হর্নের প্রয়োজন নেই। পুরোপুরি হর্ন নির্মুল করা না গেলেও কমিয়ে আনা সম্ভব। এজন্য শিক্ষার্থীদের সহযোগিতা এবং প্রশাসনের মনিটরিং দরকার বলে মনে শিক্ষার্থীরা। এর আগে গত কয়েকদিন সংগঠনটি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘নো হর্ন জোন’ সম্পর্কিত সাইনবোর্ড স্থাপন ও রাস্তায় গ্রাফিতি অঙ্কন করে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গ্রিন, ক্লিন ও দূষণমুক্ত একটি মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৫ সালে সংগঠনটির প্রতিষ্ঠা হয়। বর্তমানে সংগঠনটির সভাপতি হিসেবে জানে আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আয়েশা সিদ্দিকা কলি দায়িত্ব পালন করছেন। সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৪০০ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ