আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল কর্মী হত্যা মামলায় ৮ জন গ্রেপ্তার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নিহত সাজ্জাদের বাবা মো.আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এ ঘটনায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত, মো.ওসমান ও দিদারুল আলম চৌধুরী রাসেল।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১টার দিকে ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহত হয়।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, সাজ্জাদ হত্যা মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ