আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাচারের ফাঁদে ২৬ রোহিঙ্গা, মাঝপথে থামাল কোস্ট গার্ড

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কোস্ট গার্ড জানতে পারে—মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাদের একটি দল টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্টের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ১টি সাম্পান নৌকা থেকে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ গমনের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।

অভিযানকালে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মানবপাচারকারীদের গ্রেফতারের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ