দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি চট্টগ্রাম মহানগর কমিটির এক সভা ১৬ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭টায় সমিতির রেয়াজ উদ্দিন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব ইলিয়াছ আহমেদ ভূইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল হান্নান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন ডা: আবু বক্কর, পরেশ চন্দ্র চৌধুরী, দিলিপ দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ সকল রেস্টুরেন্টে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করার জন্য রেস্টুরেন্ট মালিকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রেস্তোঁরা মালিকদের যে কোন অসুবিধায় সর্বাত্মক সহযোগিতার প্রদান করা হবে।
অতিথিবৃন্দ কার্যকরী পরিষদ সদস্যদের মাঝে প্রত্যয়ন পত্র বিতরণ করেন। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন আহমেদ, রফিক উদ্দিন, বদিউল আলম, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী সিকদার, মোহাম্মদ শাহ আলম, জামাল আহমেদ, আবদুল মান্নান তালুকদার, সেকান্দার জামান, জসিম উদ্দিন, মমতাজ মিয়া, দেলোয়ার হোসেন, আবুল হাশেম, আলী আক্কাস, বজলুল কবির লিটন, শামশুজ্জামান, মামুনুর রশিদ, আবুল কালাম, ফজল কাদের, এরশাদ হোসেন, মো: ইসমাঈল, মো: ইউনুছ, রহমত উল্লাহ, মীর হোসেন, আব্বাস আহমেদ, হেলাল উদ্দিন, ইসহাক, ইসরাফিল, কুতুব উদ্দিন, এ কে এম ফরিদ, আবুল কাশেম, গোলাম কিবরিয়া, মো: বাবুল প্রমুখ।